পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি মিলে মোট ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রতি বছর একজন শিক্ষার্থী সবার সেরা ট্যালেন্টপুল নির্বাচিত হয়ে থাকে।
এ বছর সবার সেরা ট্যালেন্টপুল ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র প্রজন্ম বড়ুয়া দিব্য। পিতা : বাবু দুলাল বড়ুয়া। মাতা : মিসেস শেফালী বড়ুয়া, মধ্য মেরংলোয়া। বিদ্যালয় : এভারেস্ট টিচিং ইনস্টিটিটিউট।
সেরা ট্যালেন্টপুল ক্যাটাগরিতে প্রজন্ম বড়ুয়া দিব্যকে সনদপত্র, ক্রেস্ট এর পাশাপাশি বিশেষ উপহার হিসেবে তার হাতে শিক্ষাসামগ্রী এবং নগদ অর্থ তুলে দেয়া হয়।