মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
২৬শে মার্চ সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে উক্ত ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়ার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় পরিষদের অর্থ সম্পাদক বাবু রাজু বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুনিত্য বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া, সদর উপজেলা শাখার সভাপতি বাবু ভুলু বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, সবার আগে দেশ ও দেশের স্বাধীনতা বড়। মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষের রাষ্ট্রের সকল জাতীয় দিবস সমূহ যথাযথ মর্যাদায় স্মরণ ও পালন করা উচিত। তিনি আরো বলেন, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ মহান ভাষা শহিদ দিবস, মহান স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস সহ সকল জাতীয় দিবস সমূহ স্মরণ ও পালন করে থাকে।