সুরক্ষা ডেস্ক :
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখাধীন পানের ছড়া ইউনিট কমিটি গঠিত হয়েছে। ২৬ আগস্ট (শুক্রবার) বিকালে পানের ছড়া বৌদ্ধ বিহার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে উক্ত কমিটি ঘোষনা করা হয়।
পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের মহোদয় বৌদ্ধ সুরক্ষা পরিষদ পানের ছড়া ইউনিট কমিটি ঘোষনা করেন। উক্ত কমিটিকে উপস্থিত গ্রামবাসী সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করেন।
নিম্নে উক্ত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি প্রকাশ করা হলো :
——————————————————————-
সভাপতি – বাবু মংহারী রাখাইন
সহ-সভাপতি – বাবু মংছং রাখাইন
সাধারণ সম্পদক – বাবু ছেনথেন রাখাইন
সাংগঠনিক সম্পাদক – বাবু অংথোয়াই রাখাইন
অর্থ সম্পাদক – বাবু উপেমং রাখাইন
শিক্ষা বিষয়ক সম্পাদক – শিক্ষক বাবু উক্যওয়ান রাখাইন
ধর্মীয় সম্পাদক – বাবু উচ্ছহ্লা রাখাইন
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক – বাবু মেরি রাখাইন
মহিলা বিষয়ক সম্পাদক- শ্রীমতি এম্রাচিং রাখাইন
যুব বিষয়ক সম্পাদক – বাবু মংএছা রাখাইন
প্রচার সম্পাদক – বাবু নিংনিং রাখাইন
এছাড়াও প্রায় অর্ধ শতাধিক সদস্য-সদস্যা উক্ত ইউনিট কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।