২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫৬৭ বুদ্ধাব্দ
১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নমো বুদ্ধায়

বৌদ্ধ সুরক্ষা পরিষদ মানিকপুর ইউনিট কমিটি গঠিত

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ চকরিয়া উপজেলাধীন বৌদ্ধ সুরক্ষা পরিষদ মানিকপুর ইউনিট কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনকল্পে এক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৭ এপ্রিল, শুক্রবার বিকালে মানিকপুর রাখাইনপাড়া ধর্ম বিজয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক প্রিয়দা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু মহোদয়।

সভার উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের অর্থ সম্পাদক বাবু রাজু বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু পটল বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মিসেস ওয়াচিং রাখাইন, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস বকুলি বড়ুয়া, রামু উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শিক্ষক জেসন বড়ুয়া, চকরিয়া উপজেলা শাখার নির্বাহী সদস্য সৌরভ বড়ুয়া ডিটু প্রমূখ।

সভায় মানিকপুর রাখাইন ও বড়ুয়া সমাজের প্রতিনিধিবৃন্দ অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বাবু অথৈ রাখাইনকে সভাপতি, বাবু বাপ্পি বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং বাবু হ্লাক্য রাখাইনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট বৌদ্ধ সুরক্ষা পরিষদ মানিকপুর ইউনিট কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু মহোদয় বলেন, সমাজে তৃণমূল থেকে ঐক্য তথা একতার বন্ধন সৃষ্টির লক্ষ্যে এলাকা ভিত্তিক ইউনিট কমিটি গঠন করা হচ্ছে। সমাজে বসবাসরত বড়ুয়া, চাকমা, রাখাইন, মারমা বৌদ্ধ ধর্মাবলম্বী নির্বিশেষে নিজেদের মধ্যে পারস্পরিক সামাজিক যোগাযোগ, সহযোগিতা, সংহতি এবং সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এসময় তিনি বলেন, একতাবদ্ধ সমাজ ব্যবস্থার ভিত্তিতে সামাজিক সুন্দর একটা বোঝাপড়া থাকলে পারিবারিক ও সামাজিক অনেক বিরোধ সহজেই নিষ্পত্তি করে পারিবারিক ও সামাজিক শান্তি নিশ্চিত করা যায়। দুর্বলের উপর সবলের করা যেকোন ধরণের নিপীড়নের বিরুদ্ধেও প্রতিবাদ করা যায়।

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

আপনার মন্তব্য যোগ করুন