কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলাধীন কুতুপালং ইউনিট কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ, শুক্রবার বিকেলে কুতুপালং ধর্মাংকুর বৌদ্ধ বিহারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সহ-সভাপতি বাবু বিনয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু মহোদয়।
উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু সুনিল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া, রামু উপজেলা শাখার সভাপতি বাবু রিটন বড়ুয়া, সদর শাখার সভাপতি বাবু ভুলু বড়ুয়া, উখিয়া উপজেলা শাখার সহ-সভাপতি বাবু আশেন্দু বড়ুয়া, বাবু প্রিয়দর্শী বড়ুয়া, ধর্মীয় সম্পাদক বাবু মিলন বড়ুয়া, রামু উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শিক্ষক জেসন বড়ুয়া প্রমূখ।
উপস্থিত স্থানীয়দের মধ্যে মতামত ব্যক্ত করে ডাঃ অমূল্য বড়ুয়া, রনধীর বড়ুয়া, শিক্ষক খোকন বড়ুয়া, সুবাজ বড়ুয়া প্রমূখ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় রাজা পালং ইউনিয়নের কুতুপালংস্থ পিএফপাড়া, মধ্যপাড়া, হাঙ্গরঘোনা এবং স্বর্ণপাহাড় সহ চারটি বৌদ্ধপল্লী মিলে একটি ইউনিট কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।