পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা – ২০২২ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১৮ ফেব্রুয়ারি, শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তিন পর্বে উক্ত মৌখিক (আবৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মৌখিক পরীক্ষায় বিচারকের (নির্বাচকের) দায়িত্ব পালন করেন বিনয়াচার্য পণ্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের স্নেহধন্য শিষ্য, শ্রীলংকা হতে ত্রিপিটক শাস্ত্রের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, রামু আর্যবংশ ভিক্ষু সংস্থার সভাপতি ভদন্ত প্রিয়রত্ন মহাথের মহোদয়।
মূলত, লিখিত পরীক্ষার ফলাফলের সঙ্গে মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ হয়ে চুড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষার মধ্যে ৪০ নম্বর লিখিত এবং ১০ নম্বর মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ছিল।