কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের বার্ষিক শিক্ষাবৃত্তি ২০২৩ বিতরণ সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ, শনিবার রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার চত্বরে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উক্ত শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় ভিক্ষুসংঘ এবং অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে উক্ত শিক্ষাবৃত্তি বিতরণ করেন।
এ বৃত্তির অধীনে প্রত্যেক শিক্ষার্থী বৃত্তি বাবদ এককালীন তিন হাজার টাকা নগদ অর্থ পেয়ে থাকেন। এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৩১ জন ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের জানান, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে যাচাই-বাছাই পূর্বক শিক্ষা সহায়তা হিসেবে বার্ষিক এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। গত বছর ৪৫ জন ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছিল। তিনি আরো জানান, আগামীতে বৃত্তিপ্রাপ্তদের এই সংখ্যা আরো বাড়ানো হবে।