কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ, শনিবার রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার চত্বরে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু জ্যোতিঃসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া।
সম্মেলনের উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শুভংকর বড়ুয়া।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সহ-সভাপতি মংক্য চাইন চাকমা, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক পটল বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক ববিতা বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুনিত্য বড়ুয়া, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিপন বড়ুয়া প্রমূখ।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ আহবায়ক কমিটির প্রধান সমন্বয়কারী ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সহ-সভাপতি মৃনাল বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ আহবায়ক কমিটির সদস্য সচিব ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া।
সম্মেলনে রামু, সদর, উখিয়া, টেকনাফ এবং চকরিয়া উপজেলা থেকে পরিষদের উপজেলা শাখা এবং ইউনিট কমিটি সমূহের কর্মকর্তা ও সদস্যবৃন্দ স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
এদিকে সম্মেলনের আলোচনা সভার শেষের দিকে কেন্দ্রীয় পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। একইসাথে সম্পূর্ণ নিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি (২০২৪-২০২৭) গঠন করা হয়েছে। এরআগে পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের বিগত কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক স্বার্থ সুরক্ষা এবং ধর্মীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি সমাজের অসহায়, বিপদাপন্ন, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে কিছু করার জন্য কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ নিরন্তর ও আন্তরিক প্রচেষ্ঠা চালিয়ে গেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।