
প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন
অনেকের মনের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে যে, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়-দায়িত্ব রাস্ট্রযন্ত্রের উপর ন্যস্ত আছে। বিশেষ করে, আইন-শৃংখলা বাহিনী গুলো সেই দায়িত্ব পালন করে থাকেন। এক্ষেত্রে সুরক্ষা পরিষদের কি কাজ! এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, নাগরিকের যান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়-দায়িত্ব আইন-শৃংখলা বাহিনীগুলোর উপর ন্যস্ত হলেও অনেক ক্ষেত্রে যথাযথ এবং সময় মতো যোগাযোগের অভাবে সেবা প্রদানকারী রাষ্ট্রযন্ত্র এবং সেবাগ্রহণকারী নাগরিকদের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া এবং দুর্বল শ্রেণীর মানুষেরা এর মূল ভুক্তভুগী। অথচ একটা সমাজের সংখ্যা গরিষ্ট মানুষ দুর্বল শ্রেণীর হয়ে থাকেন। বৌদ্ধ সমাজের কাছে সমাজের কেউ কেউ সবল শ্রেণীর হয়ে থাকলেও মূলত তারা সাম্প্রদায়িক অপশক্তির কাছে কিছুই নয়। এমতাবস্থায় এবং সমাজের কারো এই অসহায় পরিস্থিতিতে সুরক্ষা পরিষদ বিনাশর্তে, বিনাস্বার্থে উভয়ের (রাষ্ট্রযন্ত্র এবং সেবাগ্রহিতা ) মধ্যে সেতুবন্ধনের মতো ভূমিকা পালন করে থাকেন। সেকারণেই উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ প্রদান (এসপি) মহোদয়গনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা এবং সমন্বয় সাধন করে থাকি। এছাড়াও, সামরিক বাহিনী, র্যাব, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে আমরা সমন্বয় সাধন করে সমাজ এবং সমাজের ভুক্তভুগীদের দ্রুত সেবা দেয়ার কাজ করে থাকি।