২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫৬৭ বুদ্ধাব্দ
১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নমো বুদ্ধায়

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের উদ্যোগে রোগীদের খাবার বিতরন

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

সুরক্ষা ডেস্ক :
শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশত রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার ১৪ মে বিকালে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের উদ্যোগে উক্ত কর্মসূচী পালন করা হয়।

এ উপলক্ষে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক পরীক্ষিৎ বড়ুয়া ‍টুটুন, ছড়াকার দর্পণ বড়ুয়া, সাংবাদিক খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন জনহিতকর কাজ করে যাচ্ছে। সুরক্ষা পরিষদের সকল ভাল কাজে আমরা পাশে আছি এবং থাকবো।

আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগীদের শুষ্ক খাবার বিতরণ করা হয়।

মূলত, শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে রোগীদের মাঝে উক্ত খাদ্যদান কর্মসূচী পালন করা হয়েছে।

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

আপনার মন্তব্য যোগ করুন