রামুতে পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর, শনিবার, সকাল দশটায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মত কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উক্ত ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন।
এবছর দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং সকাল ১১.২০টা থেকে দুপুর ১২.৪০টা পর্যন্ত পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ এর পরীক্ষা নিয়ন্ত্রক ও রামু জ্যোতিঃসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া জানান, এবারের পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তৎমধ্যে তৃতীয় শ্রেণির ৩৯ জন, চতুর্থ শ্রেণির ৪১ জন, পঞ্চম শ্রেণির ৩২ জন এবং ষষ্ঠ শ্রেণির ৪২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে।
পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ পরিচালনা বোর্ডের আহবায়ক ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক শিপন বড়ুয়া জানান, এবছর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা বিগত বছরের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন- রামু জ্যোতিঃসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, হল সুপারের দায়িত্ব পালন করেন, রামু আলহাজ¦ ফজল-আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুদর্শন বড়ুয়া, হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন- রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিনাক্ষী বড়ুয়া, রামু গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার বড়ুয়া (বুলু), কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুরেশ বড়ুয়া, রামু আলহাজ¦ ফজল-আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দিপান্বিতা বড়ুয়া, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পাবেল বড়ুয়া (পটল) প্রমূখ।
এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে নেতৃত্বস্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক এবং সাংবাদিক বৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চেতনা সৃষ্টি ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। কারণ যতই নৈতিক চরিত্র সমৃদ্ধ প্রজন্ম সৃষ্টি হবে ততই সমাজ সুশৃংখল এবং শান্তিপূর্ণ হবে। আমরা এই উদ্যোগকে জারি রাখতে সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধধর্মীয় গুরু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি, ত্রিপিটক শাস্ত্রজ্ঞ, অনুবাদক, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, উপসংঘরাজ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের বিগত ২০১৯ সালে মহাপ্রয়াণ করেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সম্পন্ন করা হয়। তাঁর স্মরণে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ ২০২০ সালে পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষাবৃত্তি এবং ২০২২ সালে পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা নামে দুইটি বৃত্তি চালু করেন। তৎমধ্যে কলেজ পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির বৌদ্ধ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে এককালীন নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। অপরদিকে ধর্মীয় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের একটি আনুষ্ঠানিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।