সুরক্ষা ডেস্ক :
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র সাথে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সম্পন্ন হয়েছে।
২৩ আগস্ট (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বিকালে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখার সভাপতি রিটন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক তুষিত বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাতকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মতবিনিময়কালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, আমি আপনাদের যেকোন প্রয়োজনে আমার সাধ্যমত সহযোগিতা করে যাবো। আপনারাও আমাকে সহযোগিতা করবেন আশা রাখি। এসময় তিনি ২০১২ সালের ২৯ শে সেপ্টেম্বর সংঘঠিত রামু সহিংসতার কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।
সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া, সহ-সভাপতি লুংমং রাখাইন, যুগ্ন-সাধারণ সম্পাদক রোনেক্স বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রাজু বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক উপেল বড়ুয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শিক্ষক জেসন বড়ুয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অংছে রাখাইন প্রমূখ।