‘বৌদ্ধ পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি সেল’ গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উক্ত সভার আয়োজন করেন। ৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, বিকাল ৩ ঘটিকার সময় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন), রামু উপজেলা শাখার সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি রামু উপজেলা শাখার সভাপতি মাষ্টার জনাব মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জনাব ফরিদুল আলম।
সভায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, বিজ্ঞ আইনজীবী, সাংবাদিক, রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন।
পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বাবু আশীষ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগত অতিথিবৃন্দ তাদের সুচিন্তিত মতামত, পরামর্শ ব্যক্ত করে নিজ নিজ বক্তব্য প্রদান করেন।
এরআগে বৌদ্ধ পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি সেল সম্পর্কিত একটি লিখিত রূপরেখা তুলে ধরেন পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের।