২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫৬৭ বুদ্ধাব্দ
১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নমো বুদ্ধায়

পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল প্রকাশিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি, শনিবার রাতে পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি লিখিত পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক রামু সরকারি কলেজের শিক্ষক ভুবন বড়ুয়া।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু উক্ত ফলাফল গ্রহণ করেন। এসময় পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক শিক্ষক শিপন বড়ুয়া উপস্থিত ছিলেন।

শিক্ষক শিপন বড়ুয়া জানান, অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বমোট ৮৭ জন শিক্ষার্থীদের মধ্যে মোট ৪৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তৎমধ্যে তৃতীয় শ্রেণি থেকে ১৩ জন, চতুর্থ শ্রেণি থেকে ২০ জন এবং পঞ্চম শ্রেণি থেকে ১১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব শিক্ষক উপেল বড়ুয়া জানান, উত্তীর্ণ ৪৪ জন শিক্ষার্থীদের পুণরায় মৌখিক (আবৃত্তি) পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ যোগ করে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার একই কেন্দ্র রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে উক্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, নতুন প্রজন্মের মাঝে আলোকিতজন পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়কে তুলে ধরতে এবং ধর্মীয় নৈতিকতার ভিত সম্পন্ন প্রজন্ম ও সমাজ বিনির্মাণের লক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশী বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়গুরু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি সম্পন্ন সংঘপুরোধা, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, বিনয়াচার্য, পণ্ডিত প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র স্মরণে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উক্ত ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেন।

পরীক্ষায় রামু উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় হতে পঞ্চম শ্রেণির বৌদ্ধ ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, নতুন প্রজন্মের মাঝে আলোকিতজন পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়কে তুলে ধরতে এবং ধর্মীয় নৈতিকতার ভিত সম্পন্ন প্রজন্ম ও সমাজ বিনির্মাণের লক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

আপনার মন্তব্য যোগ করুন