সুরক্ষা ডেস্ক :
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলা শাখাধীন গ্রামভিত্তিক ইউনিট কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে দক্ষিণ মরিচ্যা বেনুবন বিহার চত্বরে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু বিপক বড়ুয়া বিটু, উখিয়া উপজেলার শাখার সহ-সভাপতি বাবু প্রিয়দর্শী বড়ুয়া, বাবু আশুন্তু বড়ুয়া প্রমূখ উখিয়া উপজেলা শাখার আরো অনেকে উপস্থিত ছিলেন।

উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু সুনিল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দক্ষিণ মরিচ্যা, পশ্চিম মরিচ্যা, উত্তর বড়বিল, নলবুনিয়া, রূমখাঁ পশ্চিম বড়ুয়া পাড়া এই পাঁচ গ্রামের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন।
সভায় সকলের মতামতের ভিত্তিতে উপরোল্লিখিত প্রত্যেকটি গ্রামে একটি করে ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী পনের দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্রাম সমূহের দায়িত্ব প্রাপ্তরা ইউনিট কমিটির প্রাথমিক খসড়া তালিকা কেন্দ্রে পাঠাবেন।
পরবর্তীতে যাচাই-বাছাই করে কেন্দ্র উক্ত ইউনিট কমিটি সমূহের আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিবেন।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে সামাজিক ঐক্য সুসংহত করার লক্ষে গ্রাম পর্যায়ে ইউনিট কমিটি গঠনের নীতি গ্রহণ করেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ। রামু উপজেলা দিয়ে শুরু হওয়া এ প্রক্রিয়া কক্সবাজার জেলাধীন সমগ্র উপজেলায় বাস্তবায়ন করার পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।