মহান ভাষা শহীদ দিবস। রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। একইসাথে মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার। ভাষার জন্য প্রাণদান, আত্মত্যাগ এই ইতিহাস কেবল বাঙ্গালি জাতির আছে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়, যে কারণে আন্তর্জাতিক পর্যায়েও দিবসটি পালিত হচ্ছে। এটি আমাদের সমগ্র জাতির জন্য অতুলনীয় গৌরব আর সম্মানের।
একুশের প্রথম প্রহরে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বৌদ্ধ সুরক্ষা পরিষদ। কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষে রামু কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখার সভাপতি রিটন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক তুষিত বড়ুয়ার নেতৃত্বে পরিষদের অন্যান্যরা উপস্থিত ছিলেন।