সুরক্ষা ডেস্ক :
বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখাধীন পানের ছড়া ইউনিট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে পরিষদের অস্থায়ী কার্যালয় পানের ছড়া রাখাইনপাড়াস্থ বৌদ্ধ বিহার চত্বরে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পানের ছড়া ইউনিট কমিটির সভাপতি বাবু মংহারী রাখাইন।
কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু অংথোয়াই রাখাইনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় কার্যকরি কমিটির সকল কর্মকর্তার পাশাপাশি প্রায় অর্ধশতাধিক সদস্যা-সদস্যা উপস্থিত ছিলেন।
মাসিক এ সভায় আলোচ্য সূচীর অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি পানের ছড়া ইউনিট কমিটির একটি উপদেষ্ঠা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় কমিটির সাধারণ সম্পাদক বাবু ছেনথেন রাখাইনসহ অনেকে আলোচনায় অংশগ্রহণ করেন।