কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর মৌখিক (আবৃত্তি) পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৩ জানুয়ারি, শুক্রবার, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মৌখিক পরীক্ষায় বিচারকের দায়িত্ব পালন করেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত জ্যোতিঃপ্রজ্ঞা মহাথের মহোদয়।
বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের, পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক কিশোর বড়ুয়া, বৃত্তি পরিচালনা বোর্ডের আহবায়ক শিক্ষক শিপন বড়ুয়া, সদস্য শিক্ষক জেসন বড়ুয়া এবং শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি মিলে মোট ১৫৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৮৬ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।