কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ এ উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৮ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার আট ঘন্টার ব্যবধানে একই দিনে রাত নয়টার দিকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক কিশোর বড়ুয়ার স্বাক্ষর সম্বলিত ফলাফল পরীক্ষার আয়োজক কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ তাদের নিজস্ব ফেসবুক পেইজে প্রকাশ করেছে। ফলাফলে দেখা যায়, মোট ৮৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তৎমধ্যে তৃতীয় শ্রেণি থেকে ২১ জন, চতুর্থ শ্রেণি থেকে ২৩ জন, পঞ্চম শ্রেণি থেকে ১৮ জন এবং ষষ্ঠ শ্রেণি থেকে ২৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবারের পরীক্ষায় মোট ১৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ পরিচালনা বোর্ডের আহবায়ক ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক শিপন বড়ুয়া জানান, লিখিত পরীক্ষায় উত্তর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ৩ জানুয়ারি রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অনুষ্ঠিত হবে।লিখিত পরীক্ষার মোট নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর যুক্ত হয়ে পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।
প্রকাশিত ফলাফল :
তৃতীয় শ্রেণি
সমৃদ্ধা বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/অর্ণ বড়ুয়া রিজু, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/অদিতি বড়ুয়া, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়/জ্যোতিময় বড়ুয়া দীপ্ত, উখিয়া কুতুপালং সঃ প্রাঃ বিঃ/শোভম বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/হিতৈষী বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/ স্বর্ণালী বড়ুয়া, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়/অদ্রিতা বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/ প্রত্যাশা বড়ুয়া, উত্তর মিঠাছড়ি কিন্ডার গার্টেন/তীর্থ বড়ুয়া আবির, পূর্ব রাজারকুল সঃ প্রাঃ বিঃ/অধরা বড়ুয়া তিথি, উত্তর ফতেখাঁরকুল সঃ প্রাঃ বিঃ/প্রিয়ন্ত বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/অরণ্য বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/স্নেহা বড়ুয়া ঝুমঝুমি, রামু ট্যালেন্টস্ স্কুল/দিপান্বিতা বড়ুয়া দিয়া, পালং পাবলিক স্কুল/আরিয়ান বড়ুয়া প্রীতু, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/মনিষা বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/প্রতীম বড়ুয়া, রামু ট্যালেন্টস্ স্কুল/কুন্তল বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/অনুমেঘা বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সঃ প্রাঃ বিঃ/ত্রিদিব বড়ুয়া দিবস, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট।
চতুর্থ শ্রেণি
নবনীতা বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সঃপ্রাঃবিঃ/দ্বীপজয়ী বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/ অরিয়ন বড়ুয়া অভি, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/অপূর্ব বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/ শ্রেয়সী বড়ুয়া দিয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/শ্রাবণী বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/ রূপকথা বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/দীপ্ত বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/বর্ণিল বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/অনুরোধ বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/পূর্ণতা বড়ুয়া, জগতজ্যোতি প্রাইমারী স্কুল/তিতাস বড়ুয়া তুজু, রামু খিজারী বার্মিজ সঃপ্রাঃবিঃ/স্বরণিকা বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/ঋত্বিক রাজ বড়ুয়া রোশন, উঃ ধুরুমখালী মহাজনপাড়া সঃপ্রাঃবিঃ /অনিক বড়ুয়া কাব্য, লট উখিয়ারঘোনা সঃপ্রাঃবিঃ/রচয়িতা বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সঃপ্রাঃবিঃ /সেজুতি বড়ুয়া, রামু সরকারি সঃপ্রাঃবিঃ/স্বস্তি বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সঃপ্রাঃবিঃ/অনুরূপ বড়ুয়া, উঃ ধুরুমখালী মহাজনপাড়া সঃপ্রাঃবিঃ/রাজদীপ বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট /ঐন্দ্রিলা বড়ুয়া ইতু, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/নিসর্গ বড়ুয়া অভিক, রামু সরকারি প্র্রাঃবিঃ/রাজ বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট।
পঞ্চম শ্রেণি
অর্ক বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/নির্বীক বড়ুয়া দিব্য, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/প্রজন্ম বড়ুয়া দিব্য, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট,/প্রতীম বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/বিবেক বড়ুয়া পিকু, রামু খিজারী বার্মিজ সঃপ্রাঃবিঃ/সূচি বড়ুয়া (জুম), এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/ রিমঝিম বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/অভ্রময় বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/প্রিয়ন্তী বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/সায়ন্তী বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/অংকিতা বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সঃপ্রাঃবিঃ/কণ্ঠি বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/অনুপম বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সঃপ্রাঃবিঃ/চিত্রাঙ্গী বড়ুয়া, পূর্ব রাজারকুল সঃপ্রাঃবিঃ/অনুরোধ বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনষ্টিটিউট/শব্দ বড়ুয়া, রামু সরকারি প্রাথমিক বিঃ/শুভার্থী বড়ুয়া (শুভ), রামু সরকারি প্রাথমিক বিঃ/নবনিতা বড়ুয়া নিতু, রামু ট্যালেন্টস স্কুল।
ষষ্ঠ শ্রেণি
পুলক বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়/শুভজিৎ বড়ুয়া, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়/আবেশ বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়/স্বপ্ন বড়ুয়া, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়/পুঞ্জ বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়/সৌরভ বড়ুয়া, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়/অনিন্দিতা বড়ুয়া নোভা, রামু বালিকা উচ্চ বিদ্যালয়/রিয়া বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়/প্রবারণ বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়/
চন্দ্রিমা বড়ুয়া তরী, রামু বালিকা উচ্চ বিদ্যালয়/অরণ্য বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়/অতিথি বড়ুয়া, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়/আদ্রিতা বড়ুয়া অর্থি, রামু বালিকা উচ্চ বিদ্যালয়/পুষ্প বড়ুয়া মণি, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়/চৈতি বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়/শ্রেয়সী বড়ুয়া (পিকসি), রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়/অদ্বিতীয়া বড়ুয়া, রামু বালিকা উচ্চ বিদ্যালয়/টিনা বড়ুয়া, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়/নিলয় বড়ুয়া, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়/ অর্পি বড়ুয়া, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়/অর্থয় বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যলয়/তিরপন বড়ুয়া, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়/শ্রিয়ান বড়ুয়া, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়/ঈপ্সিত বড়ুয়া উষ্ণ, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়।