২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫৬৭ বুদ্ধাব্দ
১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

নমো বুদ্ধায়

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ প্রতিষ্ঠার ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ প্রতিষ্ঠার ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ, শনিবার দুপুরে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার চত্বরে দিনব্যপী বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।

ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৈকালিক সংঘদান, ত্রি-বার্ষিক সম্মেলন, আলোচনা সভা এবং ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর পুরস্কার বিতরণ ও কলেজ পর্যায়ে বার্ষিক শিক্ষাবৃত্তি ২০২৩ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন ভদন্ত এস ধর্মপাল মহাথের, সভাপতি, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি। প্রধান আলোচকের আসন অলংকৃত করেন ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের, মহাসচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। বিশেষ আলোচকের আসন অলংকৃত করেন ভদন্ত কুশলায়ন মহাথের, পরিচালক, উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ কেন্দ্র। সদ্ধর্মদেশকের আসন অলংকৃত করেন ভদন্ত শীলপ্রিয় মহাথের, অধ্যক্ষ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার।

 

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থেরোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ উত্তম কুমার বড়ুয়া (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতশ্রী বড়ুয়া,অফিসার ইনচার্জ, ক্রাইমসিন ইউনিট, সিআইডি, কক্সবাজার। সোমেন বড়ুয়া, স্টেশন অফিসার, রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। কিশোর বড়ুয়া, প্রধান শিক্ষক, রামু জ্যোতিঃসেন উচ্চ বিদ্যালয়। পলক বড়ুয়া আপ্পু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রামু উপজেলা শাখা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শুভংকর বড়–য়া।

অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে ধর্মীয়, জাতীয় ও পরিষদের পতাকা উত্তোলন করা হয়। এরপর আগত ভিক্ষুসংঘ এবং অতিথিবর্গের উপস্থিতিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

এদিকে পরিষদের ষষ্ঠ বর্ষপূর্তি উদ্যাপনের পাশাপাশি সকালে প্রথমপর্বে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। এতে ভদন্ত প্রজ্ঞানন্দ থেরকে সভাপতি এবং শুভংকর বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিষদ প্রতিষ্ঠার মাত্র ছয় বছরের ব্যবধানে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উল্লেখ্যযোগ্য অনেক কাজ করেছে। সামাজিক ও ধর্মীয় স্বার্থ সুরক্ষায় কাজ করার পাশাপাশি উক্ত পরিষদ শিশুদের নৈতিক উৎকর্ষ সাধনে, সমাজে শিক্ষা বিস্তারে, সামাজিক ঐক্য গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email
Print

আপনার মন্তব্য যোগ করুন