কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ, শুক্রবার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার চত্বরে উক্ত বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়া।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সহ-সভাপতি বাবু মৃণাল বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বাবু বিপক বড়ুয়া বিটু, যুগ্ন- সাধারণ সম্পাদক বাবু পটল বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস ববিতা বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুনিত্য বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু সুমন বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু শিপন বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক বাবু সনজিত বড়ুয়া এবং আদিবাসী বিষয়ক সম্পাদক বাবু আলহারি রাখাইন।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের অর্থ সম্পাদক, বাবু রাজু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক প্রিয়দা বড়ুয়া, সহ-সভাপতি মিসেস ওয়াংচিং রাখাইন, রামু উপজেলা শাখার সভাপতি বাবু রিটন বড়ুয়া, সদর উপজেলা শাখার সভাপতি বাবু ভুলু বড়ুয়া, টেকনাফ উপজেলা শাখার সভাপতি বাবু মনিস্বপন চাকমা, রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু তুষিত বড়ুয়া, উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু সুনিল বড়ুয়া, রামু উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক উপেল বড়ুয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শিক্ষক জেসন বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক বাবু রুবেল বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু রুবেল বড়ুয়া প্রমূখ।
এছাড়াও ইউনিট কমিটি সমূহের পক্ষ থেকে সমাজ সেবক বাবু রাজেন্দ্র বড়ুয়া, বাবু সঙ্গীন বড়ুয়া, শিক্ষক টিটু বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে রামু উপজেলা শাখাধীন গ্রাম ভিত্তিক নবগঠিত ইউনিট কমিটি সমূহ ঘোষণা করা হয়।