কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ প্রতিষ্ঠার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক চুড়ান্ত প্রস্তুতি সভা ৩ মার্চ, শুক্রবার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে বিকাল চারটায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিষদের সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়া, সহ-সভাপতি বাবু মংক্যচাইন চাকমা (মংকি), সহ-সভাপতি বাবু মৃণাল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু বিপক বড়ুয়া (বিটু), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু সুমন বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুনিত্য বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক শিপন বড়ুয়া, সদর শাখার সভাপতি বাবু ভুলু বড়ুয়া, উখিয়া শাখার সাংগঠনিক সম্পাদক বাবু সুনিল বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় সভায় আগামী ১০ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার দিন ব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ প্রতিষ্ঠার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৈকালিক পানীয় সংঘদান, উপদেষ্ঠা বরণ, প্রধান পৃষ্ঠপোষক বরণ, রামু উপজেলার নবগঠিত ইউনিট কমিটি সমূহ ঘোষণা, আলোচনা সভা, পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ এর পুরষ্কার বিতরণ ও পণ্ডিত সত্যপ্রিয় মহাথের বার্ষিক শিক্ষাবৃত্তি ২০২২ প্রদানের বিষয়ে বিশদভাবে আলোচনা হয়।