আহবান, লক্ষ্য-উদ্দেশ্য, অঙ্গীকার


আহবান
যারা বিভিন্ন অজুহাতে এদেশের মূল অঙ্গিকার মুক্তিযুদ্ধের চেতনা তথা অসাম্প্রদায়িক চেতনার উপর আঘাত হানতে চায়। তাদের কোন ধর্ম নেই, জাত নেই, ভৌগলিক সীমারেখা নেই। তাদের উপস্থিতি পৃথিবীর দেশে দেশে। তাদের কেবল একটাই পরিচয় তারা সমাজ বিরোধী, মানব সভ্যতা বিরোধী, বিবেক বিরোধী। তারা সমাজের পরিত্যাজ্য অংশ।
তাদের বিষয়ে সর্বোচ্চ সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। তারা নিজেদের স্বার্থে ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে ওতপেতে আছে। তাই প্রতিটি সমাজকে সুরক্ষিত রাখতে হলে টেকসই সামাজিক ঐক্য গড়ে তোলা সময়ের দাবী হয়ে উঠেছে।
আসুন, আমরা সকলে মিলেমিশে সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে আরো সুন্দর এবং নিরাপদ করে তুলি। একে অপরের পরিপূরক হয়ে বাঁচি। দেশের শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করি, ভূমিকা রাখি। আমরা যেন মানুষকে কেবল মানুষ হিসেবেই দেখি।

লক্ষ্য-উদ্দেশ্য
কক্সবাজার জেলার বৌদ্ধপল্লী এবং বৌদ্ধদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সামাজিক ঐক্যের মেলবন্ধন সৃষ্টি করা এবং সংকটকালে একে অপরের পাশে দাঁড়ানোর মতো একটি টেকসই ভিত গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
কারো স্বার্থে আঘাত করা কিংবা নেতৃত্বের কুৎসিত প্রতিযোগিতায় গা ভাসিয়ে দেওয়া এবং সমাজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নেতৃত্বের নামে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা এবং কারো আজ্ঞাবহনকারী ও তোষামোদকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়া এই পরিষদের আদর্শ কিংবা লক্ষ্য-উদ্দেশ্য নয়।
একই সমাজে বসবাস করা সত্তেও আমরা কে্উ কারো খবর রাখিনা, কেউ কারো পাশে দাঁড়াইনা। বড়ুয়া, চাকমা, মারমা, রাখাইন ইত্যাদি বিভেদ রেখা টেনে দীর্ঘদিন ধরে আমরা এই অঞ্চলের বৌদ্ধরা একে অপরের সাথে মিলেমিশে একাকার হতে পারিনি। এই নাজুক অবস্থা দেশের সবখানে বিদ্যমান। আমরা দুরত্বের এই বিভাজন রেখাকে সমাজ থেকে সরাতে চাই।
একটি সমাজ, রাষ্ট্র কিংবা জনগোষ্ঠীর জন্য নেতৃত্ব অবশ্যই অপরিহার্য তবে সেই নেতৃত্বকে হতে হবে উদার ও নিঃস্বার্থ। আমরা তরুণ প্রজন্মকে একটা বলিষ্ট নেতৃত্বপূর্ণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পন্ন, মানবিক মর্যাদাপূর্ণ সর্বোপরি ঐক্যবদ্ধ, উদার ও মানবিক সমাজের স্বপ্ন দেখাতে চাই।



অঙ্গীকার
প্যারা : ১ আমি এই মর্মে অঙ্গিকার করিতেছি যে, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আমার উপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হইয়াছে আমি উক্ত দায়িত্ব পূর্ণ নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত পালন করিব।
প্যারা : ২ আমি আরো অঙ্গিকার করিতেছি যে, উক্ত পরিষদে বহাল থাকাকালীন সময়ে জানাবশত কিংবা অজানাবশত কখনো পরিষদের বিরুদ্ধাচার করিব না কিংবা কখনো বিশ্বাস ভঙ্গ করিব না। পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড হইতে সর্বদা বিরত থাকিব।
প্যারা : ৩ আমি আরো অঙ্গিকার করিতেছি যে, ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এমন যেকোন কর্মকান্ড হইতে বিরত থাকিব।
প্যারা : ৪ আমি আরো অঙ্গিকার করিতেছি যে, আমাদের ধর্মীয় স্বার্থ এবং সামাজিক স্বার্থ রক্ষায় কখনো কোন অবস্থাতেই আপস করিব না। ধর্মীয় স্বার্থ এবং সামাজিক স্বার্থ রক্ষায় কোন ধরণের চাপের কাছে, অন্যায়ের কাছে মাথা নত কিংবা বশ্যতা স্বীকার করিব না।
ধ্যান এবং যোগ অনুশীলনের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি খুঁজুন

সুউচ্চ, সুউচ্চ পর্বতমালা, সবুজ উপত্যকা এবং তারার মতো আকাশ এই আশ্রমের নীরব রক্ষক।

আশ্রমটি স্থানীয় গ্রামবাসীদের জন্য বেশ কিছু সামাজিক কাজের সাথে জড়িত, যাদের অধিকাংশই রয়ে গেছে।

আপনি আমাদের যে কোনো প্রোগ্রামে অনুদান দিয়ে জড়িত হতে পারেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই

নিজের সত্য আবিষ্কার করুন, নিজের পথে চলুন। এটি একাই আপনাকে মুক্ত করবে।
টেকসই সুখী হতে শিখুন!
হ্যাপিনেস প্রোগ্রামে যোগ দিন। প্রতিদিন একটি শান্ত মন, উদ্বেগ হ্রাস, শক্তির মাত্রা বৃদ্ধি এবং টেকসই সুখের অভিজ্ঞতা নিন!